মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা,বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে অত্র বিদ্যালয়ের জন্য স্বল্প সময়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে পেরে আমি আল্লাহাতালার নিকট শ্তকরিয়া আদায় করছি।বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের নাগলে।দৈনন্দিন জীবনে লেনদেন হিসাব নিকাশ,শিখন-শেখানো কার্যক্রম বিশ্বাস করি। সকল প্রকার ব্যবস্থাপনা হউক প্রশাসনিক বা একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তির আত্ততাধীন। বিদ্যলয়ের ওয়েব সাইট থাকার কারণে শিক্ষক ছাএ, অভিভাবক, ম্যানেজিং কমিটি,এলাকাবাসী এবং শিক্ষার সংঙ্গে সংশ্লিষ্ট সকল মহল এবং দপ্তর উপকৃত হবে।ইহাতে শেখা শেখানো ফলপ্রসূ হবে এবং সকল কার্যক্রমে অধিক স্বচছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি আশাবাদী। শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্যাবলী অতি সহজে সকলের দৃষ্টি গোচর হবে। স্বল্প সময়ে,স্বল্প ব্যয়ে অধিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
আমি ইহার সাফল্য কামনা করি।
প্রধান শিক্ষক
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|---|---|
| মোঃ মাজহারুল ইসলাম | এম.পি ঠাকুরগাঁও -২ | সভাপতি |
| মোঃ আজিজুর রহমান | সাধারন শিক্ষক সদস্য | সাধারন শিক্ষক সদস্য |
| সজল বর্মন | সাধারন শিক্ষক সদস্য | সাধারন শিক্ষক সদস্য |
| মোছাঃ আরজিনা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
| মো: আনসারুল হক | অভিভাবক সদস্য | অভিভাবক সদস্য |
| মোঃ নাসিরুল ইসলাম | অভিভাবক সদস্য | অভিভাবক সদস্য |